- ঠাণ্ডায়, ঠাণ্ডা বাতাসে চোখ উঠে, হঠাৎ চোখে প্রদাহ হয়, চক্ষু ফোলা, লাল, জ্বালা, পানি পড়ে, বালি পড়ার মত কচকচ করে, রৌদ্রের দিকে তাকাইতে পারে না, উত্তাপ বোধ, তীব্র যন্ত্রণাসহ উদ্বেগ ও অস্থিরতায় একোনাইট ৩০, ৬,৩০।
- তীব্র তরুণ চক্ষু প্রদাহ, চক্ষুর পর্দা রক্তের ন্যায় লাল, ডান চক্ষু বেশী আক্রান্ত। হঠাৎ রোগের আক্রমণ হইয়া প্রচণ্ডভাব ধারণ করে। হঠাৎ বেদনার আবির্ভাব ও তিরোধান। চিড়িক মারা ব্যথা, জ্বালা করে, পানি পড়ে, তপ্ত অশ্রুস্রাব, বাতির আলোক অসহ্যতা লক্ষণে বেলেডোনা ৩৪, ৬, ৩০।
- চক্ষুর নিচের পাতা ফোলে, হুল ফোটানো বেদনা যন্ত্রণা, তপ্ত পানি নির্গত হয়, চোখ পিচুটিতে জুড়িয়া যায়, বাহিরে ফোলা, শীতল পানিতে উপশম লক্ষণে এপিস মেল ৩০, ২০০।
- চক্ষু গোলকে বেদনা, আলোকাতঙ্ক, চক্ষুর ভিতরে বাহিরে প্রদাহ হইয়া চক্ষুর পাতা মোটা হয়, জ্বালাময় বিদাহী অশ্রু, তরল পুঁজ শ্লেষ্মাময়, হাজাকারক স্রাব নির্গত হয় লক্ষণে মার্ক সল ৩০, ২০০।
- চক্ষু প্রদাহ ও চোখ উঠার শ্রেষ্ঠ ঔষধ। চক্ষু লাল, প্রচুর পরিমাণে পূজ স্রাব, চক্ষুপুট ফীত হইয়া উঠে। অবিদাহী স্রাব, রাত্রে ও প্রাতঃকালে চক্ষু জুড়িয়া যায়, যন্ত্রণাদি উত্তাপে ও উষ্ণগৃহে বৃদ্ধি পায়, জ্বালা প্রভৃতি লক্ষণে আর্জেন্ট নাইট ৩০,২০০। মার্ক সল ও পালস বিফল হইলে প্রযোজ্য।
- গনোরিয়া প্রতিরুদ্ধ হইবার ফলে প্রদাহ, প্রচুর পরিমাণে হলুদাভ সবুজ ঘন অবিহাদী পূজময় স্রাব, সেজন্য চক্ষু জুড়িয়া যায়, প্রাতে চোখ জুড়িয়া যায়। উষ্ণগৃহে বৃদ্ধি ও মুক্ত বায়ুতে হ্রাস লক্ষণে পালসেটিলা ৩০, ২০০।
- চোখ উঠা, চোখের ভিতর লাল, প্রদাহ, ক্ষত, চোখের পাতা ফোলা, অত্যধিক আলোকাতঙ্ক, কর্ণিয়ার উপর বা নিকটে ফুস্কুড়ি জন্মে, চক্ষু মধ্যে জ্বালা ও হুলফোটানো বেদনা, স্রাবে হাজিয়া যায়। ঘণ পূজ স্রাব কর্ণিয়ার উপর আসিয়া দৃষ্টি ঝাপসা করে বলিয়া ক্রমাগত চক্ষু রগড়ায় লক্ষণে ইউফ্রেসিয়া ৬, ৩০।এই ঔষধের ১০ ফোঁটা মূল অরিষ্ট, ১ আউন্স ডিষ্টিল্ড ওয়াটারে মিশাইয়া চক্ষুতে বাহ্যিক প্রয়োগে যন্ত্রণার উপশম হয়।
- চক্ষুর শ্বেত অংশে ক্ষত হইলে এলুমিনা ও কষ্টিকাম ৩০, ২০০।
- লক্ষণাবলী মার্ক সলের ন্যায়, কিন্তু তাহা অপেক্ষা প্রবলতর এবং কনজংটিভা ও কর্ণিয়ার ক্ষতপ্রবণতা অধিক। চক্ষু মধ্যে জ্বালা, দারুন বেদনা, বিদাহী অশ্রুস্রাব বশতঃ গণ্ডদেশ হাজিয়া যায় লক্ষণে মার্ক কর ৩০, ২০০।
- শীত কাতুরে রোগী, চক্ষু মধ্যে প্রদাহ, আগুনের ন্যায় জ্বালা, তীব্র বেদনা, অস্থিরতা ও উদ্বেগ, জ্বালাময় গরম অশ্রুস্রাব, অত্যধিক আলোকাতংক, চক্ষুর পাতা ফোলা স্বচ্ছত্বকে ফোলা, মাঝরাত্রের পর যন্ত্রণা বৃদ্ধি, উত্তাপ প্রয়োগে উপশম লক্ষণে আর্সেনিক ৩০, ২০০।
- চক্ষু যে কোন রোগের সহিত উপরের পাতা থলির মত ফোলা হইলে কেলি কার্ব ৩০, ২০০ অব্যর্থ।
- পানি ভিজিয়া চক্ষুপ্রদাহ, অত্যন্ত জ্বালা, চক্ষুতে সূর্যের বা বাতির আলো সহ্য হয় না, স্বচ্ছত্বক সর্বদা অপরিষ্কার, চক্ষুর পাতায় ঘন জমাট পুঁজ, স্বচ্ছত্বকে সাদা সাদা দাগ পড়িলে ক্যালকেরিয়া কার্ব ৩০, ২০০।
- কনজংটিভা প্রদাহ বশত স্পর্শসহিষ্ণু বেদনা ও টাটানি, চক্ষুর ভিতরে পুঁজ, অসহ্য যন্ত্রণা, হাত ছোঁয়াইলে যন্ত্রণায় অধীর হয় লক্ষণে হিপার সালফ ৩০, ২০০।
- পূজের ভাগ অধিক ও যন্ত্রণা কম থাকিলে ক্যাল্কেরিয়া সালফ ৩০, ২০০।
- প্রাতে হলদে পূজের মত আঠাল পিচুটি দ্বারা চক্ষু জুড়িয়া থাকে, পাতা ফোলে, প্রাতকালে চক্ষু জুড়িয়া যায়, আলোকাতঙ্ক থাকে না, চক্ষু বিশেষ লাল হয় না লক্ষণে কেলি বাইক্রম ৩০, ২০০।
- সদৃশ লক্ষণে কেলি আয়োড ব্যবহার করা যাইতে পারে।
- চক্ষু প্রদাহ, পানিতে ভিজিবার কারণে পীড়া, চোখের পাতা ফোলা, আক্ষেপ বশতঃ চোখের পাতা বন্ধ থাকে। খোলার চেষ্টা করিলে প্রচুর পরিমাণে গরম পানি নিঃসৃত হয়। আলোর দিকে তাকাইতে পারে না। চোখে অতিশয় বেদনা, অতি দ্রুত পূজ সঞ্চয় হয়। কর্ণিয়ার উপর পানিপূর্ণ ফুস্কুড়ি জন্মে, ঠাণ্ডায় যন্ত্রণার বৃদ্ধি লক্ষণে রাস টক্স ৬, ৩০।
- চক্ষুতে অত্যন্ত জ্বালা, বেঁধা ফোঁড়ার মত অব্যক্ত যন্ত্রণা, কর কর করে, মনে হয় বালি পড়িয়াছে, অত্যন্ত পানি পড়ে, যেস্থানে পানি লাগে হাজিয়া যায় ও চক্ষু যেন বুজিয়া যায়, কর্ণিয়ার ক্ষত, নিচের দিকে তাকাইতে গেলে চক্ষুর যন্ত্রণা বৃদ্ধি লক্ষণে নেট্রাম মিউর ৩০, ২০০।
- চক্ষুর মধ্যস্থলে ফোস্কার মত ভাসা ক্ষত প্রদাহ, পানি পড়ে, জ্বালা করে, পাতলা পূজের মত স্রাব, চক্ষু পাতার ধার পুরু ও মোটা হয়, তাহার ভিতরে বা বাহিরে পাতা উল্টাইয়া পড়ে, মামড়ি পড়ে, অত্যাধিক আলোকাতঙ্ক, বহিঃকোণ ফাটিয়া রক্ত পড়ে লক্ষণে গ্রাফাইটিস ৩০, ২০০।
- অনেকদিন লেখাপড়া বা সেলাই কাজ করিয়া চোখে বেদনা, জ্বালা, চোখ লাল ও গরম, মাথা ধরা, ঠাণ্ডায় রোগ বৃদ্ধি গরমে উপশম, শীতকাতুরে রোগী, দৃষ্টি শক্তি কমিয়া গেলে রুটা ৬, ৩০, ২০০। ইহার ১ আউন্স ডিষ্টিল্ড ওয়াটারে ১০ ফোঁটা মিশ্রিত করিয়া দৈনিক ৩ বার চোখে বাহ্যিক প্রয়োগে শীঘ্র উপকার হয়।
- চক্ষু লালবর্ণ, ফোলে, পানি পড়ে, কুটকুট করে জ্বালা করে। সূর্যের বা বাতির আলো সহ্য হয়না লক্ষণে আর্সেনিক সেট ৩০, ২০০।
- চক্ষুতে ভয়ানক বেদনা, যন্ত্রণা ও পানি পড়া, বাতির আলোর চর্তুদিকে রামধনুর মত রং দেখে, চক্ষু মধ্যে জ্বালা, কর কর করে, ক্ষীণ ও অস্পষ্ট দৃষ্টিতে অসমিয়াম ৩০, ২০০।
- চক্ষুতে কিছু উড়িয়া পড়িবার নিমিত্ত কনজংটিভাইটিস পীড়া। আলোকাতঙ্ক, আলোর দিকে তাকাইলে চক্ষুর যন্ত্রণা বাড়ে, চক্ষুর ভিতর হুল ফোটানবৎ বেদনা, চক্ষুতে কর কর করে, যেন বালি পড়িয়াছে, চক্ষুর ভিতর কুট কুট করে, জ্বালা করে, রোগী চোখে মুখে পানি লাগাইতে ভয় পায় পাছে যন্ত্রণা বাড়ে লক্ষণে সালফার ৩০, ২০০।
- আঘাতাদি লাগিয়া চক্ষু উঠিলে প্রধান ঔষধ আর্টিমিশিয়া। ইহার বাহ্যিক ও অভ্যন্তরীক উভয় প্রকার ব্যবহারে উপকার হয়। ১ আঃ ডিষ্টিল্ড ওয়াটারে ১০ ফোঁটা মূল অরিষ্ট মিশাইয়া বাহ্যিক প্রয়োগ এবং আভ্যন্তরীণ ৩০, ২০০ সেব্য।
- আঁতুড়ে ছেলেদের চক্ষু উঠায় আর্জেন্ট নাইট, মার্ক সল, পালস্ ৩০, ২০০।
- এই পীড়ায় ক্লিমেটিসও ভাল ঔষধ।
- বায়োকেমিক: আঘাতজনিত ও ঠাণ্ডা লাগাজনিত প্রদাহ, চক্ষু লাল, বেদনা, পানি পড়া, বালি পড়ার মত কর কর করা, আলোর দিকে তাকাইতে কষ্ট লক্ষণে ফেরাম ফস ৬x।
- আলোক অসহ্য হইলে নেট্রাম মিউর ও সাইলিসিয়া ৬x।
চক্ষুর বেদনা ও প্রদাহ/কনজাংটিভাইটিস/অপথ্যালমিয়া/চোখ উঠা
Disclaimer:
This blog post is for study purposes only. It is not a substitute for professional medical advice. Please consult a healthcare professional for personalized guidance and treatment. Self-medication is strongly discouraged.